Selling Hope is a Crime

মোটিভেশন বিক্রি করে বাংলাদেশে একদলের পেট চলত। তারা নিজেরা কিছু করত না কিন্তু অন্যরা করতে পারবে এই আশা দিয়ে জীবন কাটিয়ে দেবার চেষ্টা করেছিল।

এটা একটা ক্রাইমের পর্যায়ে পড়ে। আমি নিজে যে কাজে দক্ষ নই, সে কাজে অন্যকে উৎসাহ কেন দিতে যাবো? একজন ডাক্তার একজন ছাত্রকে উপদেশ দিতে পারে কিভাবে ডাক্তার হওয়া যায় সে বিষয়ে। কিন্তু আমি নিজে ডাক্তার না হয়ে খালি উৎসাহ দিয়ে আরেকজনকে ডাক্তার বানিয়ে দেব, এটা চিন্তা করাটা মূর্খতা।

তুমি পারবে, এই কথাটা কাউকে বলার আগে তাকে দশবার বলা দরকার "তুমি হারবে। প্রতিদিন হেরে যাবে।" টাকার কাছে হারবে, মায়ার কাছে হারবে, আর সবার শেষে সময়ের কাছে হারবে।

অন্যদের জিতে যাবার গল্প দেখেই আহ্লাদিত হবার কিছু নেই। সেই সফলতার পেছনে হাজারবার হেরে যাবার গল্প আছে, বিশ্বাস ভঙ্গের বেদনা আছে। এই কথাটা কেউ বলতে চায় না।

নতুন ব্যবসা শুরু করে ফেললেন অন্য কাউকে দেখে। একবারও চিন্তা করলেন না এই ব্যবসা দাঁড় করাতে গিয়ে সফল লোকটা তার সময় বিক্রি করেছে অকাতরে, ভালবাসাকে পায়ে দলেছে, মাথার ঘাম পায়ে ফেলে অনবরত বিফল হয়েছে এবং শেষ পর্যন্ত দাঁতে দাঁত চেপে যুদ্ধক্ষেত্রে পড়ে রয়েছিল। যে জিনিসটা তাকে সাফল্য এনে দিয়েছেল সেটা হচ্ছে হেরে গিয়ে শেখা। একবারও না হেরে, হার থেকে শিক্ষা না নিয়ে কেউ সফল হতে পারেনি। 

যে কাউকে মোটিভেটেড করার সাথে সাথে তাকে বাধা আর আশাভঙ্গের গল্পও বলে দেয়া দরকার। চলার পত্থে মানুষ হোঁচট খাবেই, কাজে অসফল হবেই। শুধু সফলতার গল্প বিক্রি করাটা তাই অপরাধের পর্যায়ে পড়ে।

হেরে যাবার গল্পগুলো বলুন দয়া করে। মানুষ জীবনের কাছে প্রতিদিন হেরে যায়। মাত্র অল্প কিছু লোক সফল হতে পারে। হেরে গেলে তাই মন খারাপ করবেন না। যদি লেগে থাকেন একদিন না একদিন কিছু হলেও ফেরত পাবেন। নয়ত অন্যদের জন্য শিক্ষার উপকরণ হবেন।

দয়া করে আশা বিক্রি করবেন না। মানুষ বেশিরভাগ সময়েই অসফল হবে। সবাই সব কিছু করতে পারবে না। এটাই সাধারণ আর সত্য। আরামদায়ক মিথ্যা বলার থেকে কষ্টকর আর অপ্রিয় সত্য বলুন। 

 

মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন