স্কুল যেমন হতে হয়
স্কুলে আমরা বাচ্চাদের পাঠাই শিক্ষা গ্রহন করবার জন্য। স্কুল একটা বাচ্চার প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রথম ধাপ। কিন্তু আমরা কি জানি একটা স্কুল কেমন হতে হয়? অথবা আদর্শ স্কুল বলতে কি বোঝায়?
বাচ্চার স্কুলে দিনে দুবার যেতে হয় আমাকে। সকালে তাকে দিয়ে আসি, আবার দুপুরের একটু আগে তাকে গিয়ে নিয়ে আসি। মাঝখানের সময়টা নিজের কিছু কাজ করে নিতে পারি। স্কুল থেকে বাচ্চাকে আনতে গেলে সেখানে বেশ কিছু সময় আমি ব্যয় করি। আমার কাছে স্কুল ব্যাগ দিয়ে সে কিছুটা সময় মাঠে দৌড়াদৌড়ি করে।
আমি নিজে যেই স্কুলে পড়তাম সেখানেও একটা মাঠ ছিল। যদিও ছুটির পরে সেখানে আমরা খেলতাম না। আমাদের খেলার জন্য কোয়ার্টারে বিশাল ২ টা মাঠ ছিল। কালে ভদ্রে স্কুল মাঠে খেলা হত। সকালের পিটি/সমাবেশ স্কুল মাঠে হত।

যে স্কুলে ক্লাস থেকে বের হয়ে বাচ্চারা সবুজ মাঠ দেখতে পায় না, ছুটির পরে ঘাসের উপর বসে একটু সময় আড্ডা দেয়া যায় না, সেটা কোন স্কুল নয়। একটা বাধ্যতামূলক নিয়ম করা দরকার আমাদের দেশে, যেখানে খেলার মাঠ নেই সেখানে স্কুল থাকবে না। একটা বিল্ডিং এর মাঝে কিছু শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র লাগিয়ে দিয়ে সেটাকে স্কুল নাম দেয়া যাবে না।
স্কুলে আমতলা থাকতে হবে, বকুল ফুলের গাছ থাকতে হবে। বৃষ্টির দিনে যেন ঝুমঝুম শব্দ শোনা যায় এরকম কিছু টিনের চাল থাকতে হবে। বর্ষায় কাদামাটি মাখার জায়গা থাকতে হবে, ফুলের বাগান থাকতে হবে। তবেই সেটাকে আদর্শ স্কুল বলা চলে। একটা শিশু যেন স্কুলে গেলে অ্যাডভেঞ্চারের অনুভুতি পায় সেটা নিশ্চিত করতে হবে।
দশম শ্রেণী পাশ করেই কেউ বিদ্যার জাহাজ হয়ে যায় না। এই সময়টা তার চরিত্র আর স্মৃতি গড়ে ওঠার সময়। তাই স্কুলে এমন একটা পরিবেশ থাকা দরকার যেখানে মাটির গন্ধ লেগে আছে, ফুল, পাখি আর মমতার ছোঁয়া আছে।
স্কুলে গিয়ে যেন শিশুর মনে না হয় সে জেলখানায় আছে। স্কুল পাশ করার বহু বছর পরও যেন স্মৃতি হাতড়ে সে বলতে পারে, "আমার স্কুল, আমার শৈশব।"
আমরা বিদ্যা অর্জনের মূল লক্ষ্য জলাঞ্জলি দিয়ে পরীক্ষার নম্বর আর সার্টিফিকেটের পেছনে দৌড়াই। খুব ভুল একটা জীবনে ঠেলে দেই আমাদের শিশুদের। এরপর বড় হলে তার কাছ থেকে কি আশা করতে পারেন আপনি?
ভালো শিক্ষকের পাশাপাশি একটা সবুজ পরিবেশ না থাকলে, সেটা শুধুই একটা কোচিং সেন্টার, কোনভাবেই স্কুলে বলা চলে না।
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন